ঠাকুরগাঁওয়ে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
পুলিশি বাধার মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
আজ শনিবার দুপুরে জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল হলে পুলিশ বাধা দেয়। মিছিল বের করতে না পেরে দলের নেতাকর্মীরা কার্যালয়ের সামনেই মাটিতে বসে বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময় বক্তারা খালেদা জিয়ার মুক্তির জোর দাবি জানিয়ে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নেসা প্যারিসসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা।