ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৯

ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চৌরঙ্গী এলাকায় একটি চালকলে বয়লার বিস্ফোরণে সোলেয়মান নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন শ্রমিক। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকালে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহত শ্রমিকদের বরাত দিয়ে রাজাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার বলেন, ‘চৌরঙ্গী এলাকায় রুহুল আমিনের চালকলে (হাস্কিং মিল) নয়জন শ্রমিক ধান সিদ্ধ করছিলেন। এ সময় সোলেয়মান মিলের চুলায় তুষ ছিটিয়ে আগুন ধরাচ্ছিলেন। আকস্মিক ওই মিলের বয়লার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই সোলেয়মান মারা যান। এক শিশুসহ নয়জন শ্রমিক আহত হন।’
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিটন সরকার জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন শিশুর শরীরের কিছু অংশ গরম পানিতে ঝলসে গেছে।
এ ঘটনার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো হাসপাতাল পরিদর্শন করে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।