ঠাকুরগাঁওয়ে ভোট প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর

Looks like you've blocked notifications!
ঠাকুরগাঁও পৌর নির্বাচনে ভোট প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন প্রার্থী শরিফুল ইসলাম শরিফের পক্ষে বিএনপি মহাসচিবের ছোট ভাই মির্জা ফয়সল। ছবি : এনটিভি

ঠাকুরগাঁও পৌর নির্বাচনের বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টকে বের করে দেওয়া, ভোট দিতে বাধাসহ নানা অভিযোগে ভোট প্রত্যাখ্যান করেছেন বিএনপির প্রার্থী শরিফুল ইসলাম শরিফ।

বিএনপি প্রার্থীর দাবি, ‘সর্বশেষ পাওয়া তথ্যমতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমি কেন্দ্র পরিদর্শন করেও আমাদের কোনো এজেন্ট পাইনি।’

আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে শেষে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ধানের শীষের প্রার্থী শরিফুল ইসলাম শরিফের পক্ষে বিএনপি মহাসচিবের ছোট ভাই মির্জা ফয়সল।

মির্জা ফয়সল অভিযোগ করে বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিয়েছে। মানুষ ভোট দেওয়া অপেক্ষায় থাকলেও সন্ত্রাসীরা ঘরে ঘরে গিয়ে হুমকি দিয়ে আসছে যাতে কেন্দ্রে না আসে।’

এ সময় ধানের শীষের প্রার্থী শরিফুল ইসলাম শরিফসহ জেলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।