ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ এনজিওকর্মী নিহত

Looks like you've blocked notifications!
ঠাকুরগাঁওয়ে শ্যামলী পরিবহণের বাসচাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। ছবি : এনটিভি

ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ২৯ মাইল কদমতলী নামকস্থানে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই এনজিওকর্মী হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সঞ্জিত রায় ও সাহাদত হোসেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী রোমার ও শ্যামলী পরিবহণের দুটি নৈশকোচ একটি অপরটিকে ওভারটেক করতে প্রতিযোগিতা করছিল। এ সময় ঠাকুরগাঁও থেকে বীরগঞ্জগামী মোটরসাইকেলটিকে শ্যামলী পরিবহণের বাস চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসাইন জানান, ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দুজনই এনজিওকর্মী। রোমার ও শ্যামলী পরিবহণের দুটি নৈশকোচের বেপরোয়া গতির প্রতিযোগিতায়ই এ দুর্ঘটনা ঘটেছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হবে।