ঠাকুরগাঁও সীমান্তের নদী থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
ঠাকুরগাঁও সীমান্তের নাগর নদ ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জগদল সীমান্তঘেঁষা নাগর নদ থেকে সাজু মিয়া (৩৫) নামের এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে জগদল সীমান্তের বাংলাদেশের ৩৭৬/১ নম্বর পিলার এলাকা থেকে সাজু মিয়ার মরদেহ উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। নিহত সাজু মিয়া জেলার সদর উপজেলার ভালুকা গ্রামের সামশুল হকের ছেলে।

ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী জানান, গত বুধবার রাতে নাগরভিটা সীমান্ত দিয়ে কয়েকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের ধাওয়া দেয়। এ সময় ধাওয়া খেয়ে পালিয়ে আসার সময় তাদের একজন নিখোঁজ হন। আজ সকালে নাগর নদীতে একজনের মরদেহ দেখে বিজিবির সদস্যরা পুলিশকে খবর দেয়। পুলিশ বিকেলে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের গায়ে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি।

বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, ‘ওই যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’