ডাসারকে উপজেলা ও মাদারীপুর জেলাকে বি-গ্রেডে উন্নীত করায় আনন্দ মিছিল

মাদারীপুরের ডাসার থানাকে উপজেলা ও জেলাকে বি-গ্রেডে উন্নীত করায় আনন্দ মিছিল। ছবি : এনটিভি
মাদারীপুরের ডাসার থানাকে উপজেলা ও মাদারীপুর জেলাকে সি-গ্রেড থেকে বি-গ্রেড ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ।
গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) থেকে এ ঘোষণা এলে ডাসার থানা আওয়ামী লীগ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে। পরে থানা চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুতপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। ডাসার থানাকে উপজেলা ঘোষণা দেওয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।
এদিকে, দ্রুত উপজেলার অবকাঠামো নির্মাণ ও প্রশাসনিক জনবল নিয়োগের দাবি জানিয়েছে এলাকাবাসী। ডাসার উপজেলায় বালিগ্রাম, কাজীবাকাই, নবগ্রাম, ডাসার ও গোপালপুর পাঁচটি ইউনিয়নের ৮৭টি মৌজার ৭৬ দশমিক ৮ বর্গ কিলোমিটার আয়তনের ৭১ হাজার ৪৯৪ জন জনসংখ্যা নিয়ে গঠিত হল।