ডিএসসিসির ৩১ নম্বর ওয়ার্ডের ফলাফলে স্থগিতাদেশ

Looks like you've blocked notifications!
বাংলাদেশের হাইকোর্টের ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের নির্বাচনের ফলাফল দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক প্রার্থীর করা রিটের শুনানি শেষে আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

শুনানি শেষে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘নির্বাচন সম্পন্নের পর প্রিজাইডিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে জুবায়েদ আদেলকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। পরবর্তী সময়ে ভোটের ফলাফল পরিবর্তন করে কমিশনের যুগ্ম সচিব মো. আব্দুল বাতেন নতুন ফলাফলের তালিকা প্রকাশ করা হলে গেজেট প্রকাশ আটকে যায়। যদিও ঢাকা দক্ষিণ সিটির সব নির্বাচনী ফলাফল ৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়।’

পরে কাউন্সিলর পদপ্রার্থী জুবায়েদ আদেল কেন্দ্রে ঘোষিত ফলাফল অনুসারে গেজেট প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে আজ আদালত রুল জারি করেন। একইসঙ্গে ওই ওয়ার্ডের ফলাফলের কার্যক্রমের ওপর দুই মাসের স্থগিতাদেশ দেন বলে জানান মনজিল মোরসেদ।

রিটের বিবাদীরা হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট নয়জন।