ডিজে পার্টির পিকআপ থেকে পড়ে কিশোরের মৃত্যু
পিকআপে সাউন্ড সিস্টেম লাগিয়ে নেচে-গেয়ে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে গাড়ি থেকে পড়ে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। কিশোরের নাম মো. মুছা (১৪)।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ৫ মে পিকআপে চড়ে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় গাড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে।
মুছা সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকির হাট শহিদ পাড়ার জসিম উদ্দিনের ছেলে।
পাঁচলাইশ থানার ওসি তদন্ত সাদিকুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত মুছা নামের এক কিশোর জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিল। আজ রাতে সে মারা গেছেন। লাশটি বর্তমানে মর্গে রাখা হয়েছে। কাল ময়নাতদন্ত শেষে স্বজনদের লাশ হস্তান্তর করা হবে।’