‘ডিসি ও বিভিন্ন সংস্থার সহায়তার অভাবে শিশুবান্ধব নগর গড়তে পারছি না’

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আজ মঙ্গলবার সিটি করপোরেশনের জন্য ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ (ডিসি) বিভিন্ন সংস্থার সহযোগিতা না পাওয়ায় প্রধানমন্ত্রী ঘোষিত শিশুবান্ধব নগর গড়তে পারছি না।’

আজ মঙ্গলবার দুপুরে নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে বাজেট ঘোষণার অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ অভিযোগ করেন মেয়র আইভী।

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘তারা সরকারি জায়গাগুলো হীনস্বার্থে ব্যক্তিমালিকানায় দিয়ে দিচ্ছে। কিন্তু সিটি করপোরেশনের উন্নয়নের জন্য দিচ্ছে না।

মেয়র জানান, করোনার কারণে বিগত অর্থবছরের চেয়ে বাজেট ছোট করা হয়েছে এবং আয়োজনও ছিল স্বাস্থ্যবিধি মেনে ছোট আকারে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জন্য ২০২০-২১ অর্থবছরে ৭৫৫ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার ১৪৪ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রস্তাবিত বাজেটের রাজস্ব উন্নয়ন খাতে ৬৫৮ কোটি ৬৬ লাখ টাকা আয় এবং ৬৫১ কোটি সাড়ে ১৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত দেখানো হয়েছে সাত কোটি সাড়ে ৪৮ লাখ টাকা।