ডেঙ্গুতে আরও দুজন হাসপাতালে ভর্তি

Looks like you've blocked notifications!

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে, দুজন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরা ঢাকার বাসিন্দা।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় জনে। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন চার জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১ জানুয়ারি থেকে আজ ২৮ জানুয়ারি পর্যন্ত সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছে ১১৯ জন। নতুন বছরে ডেঙ্গুতে এখনও কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।