ডেঙ্গুতে দেশে আরও ৪৪০ জন আক্রান্ত

Looks like you've blocked notifications!
ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সেবাদানের ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪০ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৩২৫ জন ও ঢাকার বাইরে ১১৫ জন। বর্তমানে সারা দেশে ১ হাজার ৬২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৭২ জন ও ঢাকার বাইরে ৩৫৬ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৪৪০ জন। একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৭৬২ জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।