ডেঙ্গু আক্রান্ত আরও ২৪৮ জন হাসপাতালে

Looks like you've blocked notifications!
রাজধানীর একটি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে। ফাইল ছবি

দেশে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ২১৪ জন ঢাকায় এবং বাকি ৩৪ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে এক হাজার ২২১ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে এক হাজার ৪১ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার ২৫৫ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ১১ হাজার ৯৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪ জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।