ডেঙ্গু জ্বরে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৩৫ জন

Looks like you've blocked notifications!
ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবার পুরোনো ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩৫ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৫৮ জনে। এ সময়ে নতুন করে একজন মারা গেছে। এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মারা গেছে ৫৬ জন।

আজ শনিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫১৮ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছে ১১৭ জন। বর্তমান রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এক হাজার ৬৫৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ৫০০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ৭২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৪ হাজার ৫১৩ জন।