ডেভেলপমেন্ট ব্যাংক কর্মকর্তা ও স্ত্রীর ১৬ বছরের কারাদণ্ড

Looks like you've blocked notifications!
ঢাকার বিশেষ জজ আদালত-৯। ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) প্রধান শাখার সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ওমর ফারুককে পৃথক তিন ধারায় ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এই রায় দেন।

রায়ে বিচারক দুই ধারায় তাঁর স্ত্রী নাজমা বেগমকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া, মামলার দুই আসামি পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায় শেষে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

নথি থেকে জানা গেছে, ২০১৪ সালের ১২ থেকে ১৩ নভেম্বর ১০ কোটি টাকা মূল্যের একটি পে-অর্ডার নগদায়নের জন্য বিডিবিএলের প্রধান শাখায় যান আসামিরা। তারা জাল-জালিয়াতির মাধ্যমে পে-অর্ডার তৈরি করে অবৈধভাবে তাদের অ্যাকাউন্টে জমা দিয়ে ১০ কোটি টাকা এবং পে-অর্ডারটি নগদায়নের ব্যবস্থা নিয়ে টাকা আত্মসাৎ করেন। 

এ ঘটনায় ওই বছরের ১৮ ডিসেম্বর উত্তরা ব্যাংক লিমিটেডের এজিএম সাদিকুর রহমান রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন। 

পরে মামলা তদন্ত করে দুদকের উপসহকারী পরিচালক ফেরদৌস রহমান ২০২০ সালের ৯ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।