ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রি বন্ধের নির্দেশ, মিলবে না রেজিস্ট্রেশনও
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/06/bike.jpg)
ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেবে না বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ নিয়ম কার্যকর হবে। ওই দিন থেকে রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার সময় গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত করবে সংশ্লিষ্টরা। একই সঙ্গে ড্রাইভিং লাইসেন্স না থাকলে মোটরসাইকেল বিক্রি না করার জন্যও নির্দেশনা জারি করা হয়েছে।
বিআরটিএ’র এক জরুরি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ওই বিজ্ঞপ্তিতে মোটরসাইকেল ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইনের ধারা-৪ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালানোর ওপর বিধিনিষেধ রয়েছে। কেউ এই ধারা লঙ্ঘন করলে আইনের ৬৬ নম্বর ধারা অনুযায়ী অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/07/06/brta.jpg 687w)
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে, সড়ক ও মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে। এসব মোটরসাইকেল চালকদের মধ্যে অনেকের ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে তদন্তে জানা যায়। ফলে, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনতে এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোনো মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া হবে না। ফলে ক্রেতাদের সবাইকে মোটরসাইকেল কেনার আগেই ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে, একই তারিখ থেকে চালকের ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল বিক্রি না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে বলা হয়েছে, ‘নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’