ড্রামে সিমেন্ট দিয়ে জমাটবাঁধা অবস্থায় ব্যবসায়ী লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণের তিন মাস পর হেকমত আলী নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর দেহ ড্রামের ভেতরে সিমেন্ট দিয়ে জমাটবাঁধা অবস্থায় ছিল। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঞ্চনের কুশাবো এলাকার জলাশয়ে ডুবন্ত ড্রামটি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত ব্যবসায়ীর দোকান কর্মচারী রফিকুল ইসলামের স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে সিমেন্টে আটকানো ড্রামে ভর্তি হেকমত আলীর লাশ উদ্ধার করা হয়। নিহত হেকমত আলীর বাড়ি পশ্চিম কালাদী গ্রামে। তিনি রূপগঞ্জের গাউসিয়া মার্কেটে মোটরপার্টসের ব্যবসা করতেন। লাশ উদ্ধারের পর এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশনের (পিবিআই) পুলিশ সুপার এ এম আর আলিফ জানান, গত ৪ মার্চ নিজ দোকানের কর্মচারী রফিকুল ইসলাম সবুজ ব্যবসায়ী হেকমত আলীকে অপহরণ করে। পরে এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়। পুলিশ সবুজকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য উদ্ধার করতে পারেনি। পরবর্তী সময়ে মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের দায়িত্ব আসে পিবিআই’র কাছে। গত ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু সায়েম মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম সবুজকে রিমান্ডে আনেন। নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে সে হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেয়। তার জবানবন্দি অনুসারেই আজ বৃহস্পতিবার পুকুর থেকে ড্রামে ভর্তি ব্যবসায়ী হেকমত আলীর লাশ উদ্ধার করা হয় এবং সবুজ লাশটিকে শনাক্ত করে।
এ ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।