ঢাকাবাসীর সাড়া পাচ্ছি, আমি আশাবাদী : তাপস

Looks like you've blocked notifications!

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘প্রতীক বরাদ্দের পর থেকে আমরা যে গণসংযোগ শুরু করেছি, তাতে আমরা ঢাকাবাসীর অনেক সাড়া পাচ্ছি। আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি, ঢাকাবাসী তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে বলে আমি মনে করি। আগামী ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ভোটাররা আমাকে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী।’

আজ শুক্রবার রাজধানীর ফুলবাড়িয়ায় বঙ্গবাজার এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করার আগে গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন শেখ তাপস।

তাপস বলেন, ‘আমি একমাত্র মেয়র প্রার্থী, যিনি এই ঐতিহ্যবাহী ঢাকাকে নিয়ে উন্নয়নের বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছি। আমরা পাঁচটি ভাগে আমাদের রূপরেখা আমরা ভাগ করেছি। প্রথমত, ঐতিহ্যের ঢাকা, গর্বের ঢাকা। আমরা সেই গর্বের ও ঐতিহ্যের ঢাকাকে পুনরুদ্ধার করতে চাই।’

তাপস আরো বলেন, ‘এই ঐতিহ্যবাসী ঢাকার সংস্কৃতি, ঐতিহ্য এবং এর স্বকীয়তাকে আমরা পুনরুজ্জীবিত করব। আমাদের পাঁচটি রূপরেখা হলো ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা। এই পাঁচটির সমন্বয়ে আমাদের উন্নয়ন পরিকল্পনা হবে।’

এ সময় নির্বাচন নিয়ে বিএনপির প্রার্থী ও দলটির নেতাদের অভিযোগের প্রসঙ্গে তুলে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মী ও জনগণের মধ্যেও একটি উৎসবমুখর সুষ্ঠু পরিবেশ আছে। উনারা অভিযোগ নিয়ে ব্যস্ত, আমরা গণসংযোগ নিয়ে ব্যস্ত।’

দলীয় নেতাকর্মীদের এ সময় নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘন না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

এ সময় তিনি ৩৪ নম্বর ওয়ার্ডে দলের কাউন্সিলর প্রার্থী মীর সমীর ও মহিলা কাউন্সিল রুনা হুমায়ুন পারভীনকে পরিচয় করিয়ে দেন।

পরে শেখ তাপস নেতাকর্মীদের নিয়ে পুরান ঢাকার সংশ্লিষ্ট এলাকার অলিগলিতে লিফলেট বিতরণ করে প্রচার-প্রচারণা চালিয়ে ভোট চান।