ঢাকার বাইরে ২৪ ঘণ্টায় মেলেনি নতুন করোনা রোগী

Looks like you've blocked notifications!
করোনার নমুনা সংগ্রহের ছবি এনটিভির

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরা সবাই ঢাকা বিভাগের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৯২৯ জনে। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে, মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত রয়েছে।

আজ সোমবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচজন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ছয় হাজার ৬৮৯ জন।

এদিকে, ২৪ ঘণ্টায় দুই হাজার ৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ৯১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ।