ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন

Looks like you've blocked notifications!
রাজধানীর বনানীতে আজ সোমবার বিকেলে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করা হয়। ছবি : এনটিভি

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে এ দূতাবাস উদ্বোধন করা হয়। ৪৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা বাংলাদেশে পুনরায় তাদের দূতাবাস চালু করতে যাচ্ছে। 

বাংলাদেশ সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ঢাকায় দেশটির দূতাবাস উদ্বোধন করেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে দূতাবাসটির উদ্বোধন উপলক্ষে আর্জেন্টিনার একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনামন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।

আজ রাতেই বাংলাদেশ ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হবে। বৈঠকে দুই দেশের মধ্যে ফুটবল এবং কৃষিতে সহযোগিতাসহ চারটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।