ঢাকায় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন ডিপিডিসির

Looks like you've blocked notifications!
রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে আজ সোমবার সকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত মূল্যহার পরিবর্তন নিয়ে গণশুনানি হয়। ছবি : এনটিভি

আগামী বছরের প্রাক্কলিত চাহিদা অনুযায়ী ৪২৮ কোটি টাকা ঘাটতি পূরণে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

আজ সোমবার সকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত মূল্যহার পরিবর্তন নিয়ে রাজধানীর কারওয়ানবাজারের টিসিবি ভবনে গণশুনানিতে এই প্রস্তাব দেয় সংস্থাটি।

একইসঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লে খুচরা পর্যায়েও সেই মূল্য সমন্বয় করার দাবি জানানো হয় ডিপিডিসির পক্ষ থেকে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটির পক্ষ থেকেও পাইকারি পর্যায়ে দাম বাড়লে খুচরা পর্যায়ে ডিপিডিসির মূল্য সমন্বয় করা যেতে পারে বলে তুলে ধরা হয়।

আর বেশ কিছু তথ্য-উপাত্ত তুলে ধরে খুচরা পর্যায়ে ডিপিডিসির দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম।