ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেল মালিন্দ এয়ার

Looks like you've blocked notifications!

ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে মালয়েশিয়াভিত্তিক এয়ারলাইনস মালিন্দ এয়ার। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে মালিন্দ এয়ারের ফ্লাইট বেশ কিছুদিন স্থগিত ছিল।

গত ১ জুলাই ঢাকায় ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে অনুমতি চেয়ে চিঠি দেয় মালিন্দ এয়ার।

গত শুক্রবার তাদের আবেদন মঞ্জুর করে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেবিচক। বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।