ঢাকায় যাত্রাবাড়ী ও রাজারবাগে করোনায় আক্রান্ত ২০০ ছাড়িয়েছে

Looks like you've blocked notifications!

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে দেশে গতকাল মঙ্গলবার নতুন করে আরো ৯৬৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৬ হাজার ৬৬০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এ ছাড়া গতকাল মঙ্গলবার দেশে করোনায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে মোট ২৫০ জনের মৃত্যু হলো। এ ছাড়া রাজধানী ঢাকায় করোনায় মোট আক্রান্ত সাত হাজার ৬৮৪ জন। তাদের মধ্যে গতকাল মঙ্গলবার ঢাকায় ৪০৯ জন করোনায় আক্রান্ত হয়। অপরদিকে ৫৬০ জন দেশের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছে। ঢাকায় দেশে মোট আক্রান্তের ৫৯ দশমিক ৪৫ ভাগ রোগী রয়েছে। আজ বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি আক্রান্ত যাত্রাবাড়ীতে ২০৬ জন এবং রাজারবাগে ২০২ জন। এরপর সর্বাধিক আক্রান্তের মধ্যে মহাখালীতে ১৮২ জন, মুগদায় ১৮১ জন, কাকরাইলে ১৭৬ জন, মোহাম্মদপুরে ১৬৪ জন, লালবাগে ১১৬ জন,তেজগাঁওয়ে ১১৩ জন, বংশালে ৮২ জন,বাবুবাজারে ৮৮ জন, বংশালে ৮২ জন, বাড্ডায় ৭১ জন,গেন্ডারিয়াতে ৭০ জন, ধানমণ্ডিতে ৭৬ জন, গুলশানে ৫৮ জন, মগবাজারে ৮৯ জন,মালিবাগে ৮৯ জন, খিলগাঁওয়ে ৭৫ জন, রমনায় ৪৮ জন, রামপুরায় ৪৯ জন, শ্যামলীতে ৬৪ জন, শাহবাগে ৬৬ জন,উত্তরায় ৯২ জন, ওয়ারীতে ৫৭ জন, আগারগাঁওয়ে ৪৮ জন,হাজারীবাগে ৫০ জন,জুরাইনে ৪৩ জন,কামরাঙ্গীচরে ৪২ জন,বনানীতে ৪৪ জন, বাসাবোতে ৫৭ জন এবং চকবাজারে ৫৯ জন আক্রান্ত হয়েছে।