ঢাকা ও চট্টগ্রামে ৩৩ আইসিইউ বেড ফাঁকা
ঢাকা ও চট্টগ্রামে ২৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৩টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বেড ফাঁকা রয়েছে। এ ছাড়া সাধারণ বেড ৭২৮টি ফাঁকা রয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। অধিদপ্তর দুপুর পর্যন্ত সারা দেশের আইসিইউ ও সাধারণ বেডের তথ্য তুলে ধরেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানী ঢাকায় সরকারি হাসপাতালের মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে (কোভিড ইউনিটে) ১০টি আইসিইউ বেডের মধ্যে পাঁচটি বেড ফাঁকা রয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ (বিএসএমএমইউ) ২০টি বেডের মধ্যে একটি বেড খালি রয়েছে।
অপরদিকে স্কয়ার হাসপাতালে ১৯টি বেডের মধ্যে তিনটি আইসিইউ বেড খালি রয়েছে। এরপরে ইমপালস হাসপাতালে ৫০টি আইসিইউ বেডের মধ্যে দুটি, এভার কেয়ার হাসপাতালে ২০টির মধ্যে একটি ও আসগর আলী হাসপাতালে ১৭টির মধ্যে একটি আইসিইউ বেড খালি রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরীর মধ্যে সাতটি সরকারি-বেসরকারি হাসপাতালের মধ্যে ২০টি আইসিইউ বেড খালি রয়েছে। এর মধ্যে ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইটি হাসপাতালে পাঁচটি আইসিইউ বেডের মধ্যে পাঁচটি খালি রয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০টির মধ্যে পাঁচটি ও বেসরকারি হাসপাতাল হলি ক্রিসেন্ট হাসপাতালে ১০টির মধ্যে ১০টি আইসিইউ বেড খালি রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজে ১৯৩টি সাধারণ বেড, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ১৭টি বেড, সরকারি কর্মচারী হাসপাতালে ১৯টি বেড, মুগদা মেডকেল কলেজ হাসপাতালে সাতটি বেড, শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুটি, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১৫৪টি ও সংক্রামক ব্যাধি হাসপাতালতে নয়টি বেড খালি রয়েছে।
এ ছাড়া, ইমপালস হাসপাতালে ১১২টি বেড, আসগর আলী হাসপাতালে একটি, স্কয়ার হাসপাতালে সাতটি, ইবনে সিনা হাসপাতালে পাঁচটি, ইউনাইটেড হাসপাতালে ১২টি ও এভার কেয়ার হাসপাতালে ২১টি সাধারণ বেড খালি রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫টি, বিআইটিআইটি হাসপাতালে ১৭টি, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫১টি বেড খালি রয়েছে। বেসরকারি হাসপাতালের মধ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৭৮টি, হলি ক্রিসেন্ট হাসপাতালে ১০০টি সাধারণ বেড খালি রয়েছে।