ঢাকা থেকে ফেরার পথে কুমিল্লা জেলা পরিষদের সদস্য খুন
কুমিল্লায় জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা খায়রুল আলম সাধনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
সাধন মুরাদনগর উপজেলার ভুবনঘর গ্রামের বাসিন্দা। তিনি মুরাদনগর উপজেলা যুবলীগেরও আহ্বায়ক ছিলেন। পুলিশ ধারণা করছে, তাঁকে খুন করা হয়েছে।
সাধনের পরিবারের বরাত দিয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘সাধন আজ সকালে ঢাকার বনশ্রীর নিজ বাসা থেকে দুই লাখ টাকা নিয়ে মুরাদনগরের উদ্দেশে রওনা দেন। বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তাঁর পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে যুবলীগ নেতা সাধনের পরিচয় শনাক্ত করে পুলিশ।’
ওসি আরো বলেন, ‘সাধনের বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে, কোথায় তাঁকে খুন করা হয়েছে—এ বিষয়ে অনুসন্ধান চলছে।’
সাধনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।