ঢাকা দক্ষিণে ১৩ পশুরহাট বাতিল, বসবে যে ৫টি হাট

Looks like you've blocked notifications!

করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে ১৩টি পশুরহাট বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার ডিএসসিসিতে হাট বসবে মাত্র পাঁচটি। পাশাপাশি একটি ডিজিটাল হাট বসানোর প্রচেষ্টা চালাচ্ছে ডিএসসিসি।

এ প্রসঙ্গে ডিএসসিসি থেকে জানানো হয়, আজ রোববারের সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিএসসিসি এলাকায় এবার পাঁচটি অস্থায়ী পশুর হাট বসবে। পাশাপাশি তারা একটি ডিজিটাল পশুর হাট বসানোর প্রচেষ্টা চালাচ্ছেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আদলেই ডিএসসিসি একটি ডিজিটাল হাট বসাবে।

ডিএসসিসি এলাকায় যেসব স্থানে হাট বসবে সেগুলো হলো উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠসংলগ্ন খালি জায়গা, হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজসংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, কমলাপুর লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, আফতাবনগর ব্লক ই, এফ ও জি’র সেকশন ১ ও ২ নম্বর এলাকায়।

প্রসঙ্গত কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ আমলে নিয়ে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে কোরবানির পশুরহাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি।