ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ২০

Looks like you've blocked notifications!
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাইকোর্টের দক্ষিণ গেটের সামনে ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীরা  মুখোমুখি অবস্থান নেয়। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হাইকোর্টের সামনে থেকে ছাত্রদলের নেতাকর্মীরা এবং কার্জন হলের সামনে থাকা ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে মুখোমুখি হলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘাতে অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

এ সময় উভয়পক্ষের নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে ছাত্রদলকর্মীরা পিছু হটে সুপ্রিম কোর্টের ভিতরে অবস্থান নেয়। অপরদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদমিনারে অবস্থান নেয়।

আজ সকাল থেকে টিএসসি, মধুর ক্যান্টিন, শহীদ মিনার, দোয়েল চত্বর, ভিসি চত্বর ও পলাশীসহ সব পয়েন্টে অবস্থান নিতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের। এতে নেতৃত্ব দিচ্ছেন হল ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা। এসময় দুই দলের নেতাকর্মীদের হাতে লাঠি, হকিস্টিক ও লোহার রড হাতে দেখা যায়।