ঢাবি ছাত্রীর মৃত্যু : স্বামীকে রিমান্ডের আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরীর মেঘলার (২৪) মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীসহ তিন জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে।
হত্যা মামলায় গতকাল মঙ্গলবার আটক হওয়া মেঘলার স্বামী ইফতেখার আবেদীনকে এরই মধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার করা ইফতেখার আবেদীনকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।
আজ বুধবার সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
গতকাল রাতে বনানী থানায় নিহতের বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।
নুরে আজম বলেন, মেঘলার বাবার করা মামলায় তিন জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন—ইলমার স্বামী ইফতেখার আবেদীন, ইলমার শ্বশুর ও শাশুড়ি।