তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না : দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপি একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন করছে।’
কক্সবাজারে আজ শনিবার (৭ জানুয়ারি) বিকেলে বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে নিয়ে ১০ দফা দাবি ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদু এসব কথা বলেন।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘বিএনপি একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন চায়। এজন্য বিএনপি আন্দোলন করছে, যাতে মানুষের স্বাধীনতা, অধিকার ও গণতন্ত্র উদ্ধার হয়।’
দুদু আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ব্যবস্থা তছনছ করে ফেলেছে। রাষ্ট্র কাঠামোর সব ক্ষেত্র ভঙ্গুর করে দিয়েছে। রাষ্ট্র কাঠামোর মেরামত ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ১০ দফা দাবি নিয়ে এগোচ্ছে বিএনপি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, ‘আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন। জনগণ তাদের সঙ্গে নেই। যে কথা ওবায়দুল কাদের নিজেই বলেছেন।’
জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এ টি এম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না প্রমুখ।
এ ছাড়া জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক ও রফিকুল হুদা চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, মমতাজুল হক, যুগ্ম সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহসাংগঠনিক সম্পাদক মোকতার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।