তথ্যমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া-প্রার্থনা

Looks like you've blocked notifications!
করোনাভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও প্রার্থনা করেছে বিভিন্ন ধর্মের মানুষ। ছবি : এনটিভি

করোনাভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও প্রার্থনা করেছে বিভিন্ন ধর্মের মানুষ। এর মধ্যে রাঙ্গুনিয়া উপজেলা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে খতমে কোরআন ও দোয়া-মাহফিল করা হয়। এ ছাড়া রাঙ্গুনিয়া উপজেলার স্থানীয় হিন্দু, বৌদ্ধ, মগসহ বিভিন্ন জাতিগোষ্ঠী নিজ নিজ ধর্মীয় রীতি অনুসারে তথ্যমন্ত্রীর রোগমুক্তির কামনায় বিশেষ প্রার্থনা করে।  

করোনাভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও প্রার্থনা করেছে বিভিন্ন ধর্মের মানুষ। ছবি : এনটিভি

গত শুক্রবার রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন ড. হাছান মাহমুদ। পরে পরীক্ষা করা হলে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনায় আক্রান্ত হলেও ড. হাছান মাহমুদ শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন।

করোনাভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও প্রার্থনা করেছে বিভিন্ন ধর্মের মানুষ। ছবি : এনটিভি

এরপর গত রোববার স্কয়ার হাসপাতালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে দেখতে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. রায়হান রব্বানী। একই দিন বিকেলে মন্ত্রীকে স্কয়ার হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

করোনাভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও প্রার্থনা করেছে বিভিন্ন ধর্মের মানুষ। ছবি : এনটিভি

করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ লেখেন, ‘এটি আপনাদের সবাইকে জানাতে চাই যে, আমার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে সর্বশক্তিমান আল্লাহর কৃপায় আমি ভালো বোধ করছি। আপনাদের সবাইকে আমার জন্য দোয়া করার অনুরোধ করছি। আল্লাহ সর্বশক্তিমান, আমাদের সবাইকে এবং আমাদের দেশকে মঙ্গল করুন।’

এদিকে করোনাভাইরাসের কারণে লকডাউনে সবাই যখন ঘরে, সেই দুর্যোগেও ব্যস্ত সময় পার করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রণালয়ের চলমান কাজ, এলাকায় ত্রাণ কার্যক্রম তদারকি, গণমাধ্যমে ব্রিফিং, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নসহ নানা কাজে প্রতিটি দিনই ব্যস্ততার মধ্যে কাটে তথ্যমন্ত্রীর।