তদবির করে পার পাবে না দুর্নীতিবাজরা : দুদক চেয়ারম্যান

Looks like you've blocked notifications!
দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ছবি : এনটিভি

তদবির করে দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীরা দুদকের কাছ থেকে পার পাবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ রোববার নগরীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত মিট দ্য প্রেসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইকবাল মাহমুদ।

পরিসংখ্যানগত বিজ্ঞানের বিবেচনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘এ গবেষণা কত সংখ্যক জনসংখ্যার প্রতিনিধিত্ব করে তা স্পষ্ট নয়।’ তাদের আরো বিস্তৃত গবেষণা করার আহ্বান জানান তিনি।

দুদকের চেয়ারম্যান আরো বলেন, ‘অর্থ পাচারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’ তিনি বলেন, ‘আমাদের কোনো কমপ্লেন ফেলে দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। সে কারণে আমরা যাদের বুক করেছি তারা আইনি প্রক্রিয়ার মাধ্যম ছাড়া তদবির বা অন্য অনৈতিকভাবে বেরিয়ে যাবে আমাদের জাল থেকে তা অসম্ভব। বার্তা দিতে চাই, যদি কেউ আনন্দে থাকেন যে বের হওয়ার সুযোগ থাকবে প্রভাব খাটিয়ে, না তা পারবেন না।’