তাঁতশিল্পকে বিশ্বে তুলে ধরায় জান্নাত লোপাকে সংবর্ধনা

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘সোনার তরী’র স্বত্বাধিকারী জান্নাত লোপাকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি : এনটিভি

বিশ্ব দরবারে বাণিজ্যিকভাবে তাঁতশিল্পকে তুলে ধরায় সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘সোনার তরী’র স্বত্বাধিকারী জান্নাত লোপাকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, জেলা তাঁতবস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ হায়দার আলী প্রমুখ।
স্থানীয় তাঁতের কাপড় ও গামছা দেশসহ বিশ্ব দরবারে বাণিজ্যিকভাবে তুলে ধরায় বিশেষ ভূমিকা রাখায় তাঁতবস্ত্র মালিক সমিতি, শাহজাদপুর তাঁত কাপড় ব্যবসায়ী সমিতিসহ ছয়টি সংগঠনের পক্ষ থেকে জান্নাত লোপাকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।