তাপস-আতিকুলের শপথ বৃহস্পতিবার

Looks like you've blocked notifications!

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই মেয়র আগামীকাল বৃহস্পতিবার শপথ নেবেন। তাঁদের শপথের পর পরই এই দুই সিটির নির্বাচিত সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররাও শপথ নেবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান আজ বুধবার বিকেলে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

মাহমুদুল হাসান বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে আগামীকাল শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকাল সাড়ে ১০টায় এ শপথ অনুষ্ঠান হবে।

নির্বাচিত দুই মেয়রের শপথ অনুষ্ঠানের পর পরই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করাবেন।

ঢাকা উত্তরের মোট সাধারণ ওয়ার্ড ৫৪ ও সংরক্ষিত নারী ওয়ার্ড সংখ্যা ১৮টি। অপরদিকে ঢাকা দক্ষিণের সাধারণ ওয়ার্ড ৭৫ ও সংরক্ষিত নারী ওয়ার্ড ২৫টি। এর মধ্যে ফলাফল জটিলতার কারণে ঢাকা দক্ষিণের ৩১ নম্বর ওয়ার্ডের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। 

গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ভোট হয়। দুটিতেই আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীরা জয় পান। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হওয়া ভোটে ভোটারদের সাড়া ছিল নগণ্য। দুই সিটিতে গড়ে মাত্র ভোট পড়ে ২৭ দশমিক ১৫ শতাংশ।

উত্তর সিটি করপোরেশনের এক হাজার ৩১৮টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের আতিকুল ইসলাম পান চার লাখ ৪৭ হাজার ২১১ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষে পেয়েছেন দুই লাখ ৬৪ হাজার ১৬১ ভোট। আতিকুল এক লাখ ৮৩ হাজার ৫০ ভোটে তাবিথকে পরাজিত করেছেন। 

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এক হাজার ১৫০ কেন্দ্রে আওয়ামী লীগের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পান চার লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী ইশরাক হোসেন ধানের শীষে পেয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

এদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ‘নির্বাচনী ট্রাইব্যুনালে’ মামলা করতে যাচ্ছে বিএনপি। 

আগামী রোববার ঢাকা উত্তর সিটির বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণ সিটির মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন মামলা করতে ট্রাইব্যুনালে যাবেন বলে আজ বুধবার গণমাধ্যমকে জানিয়েছেন।  দুই প্রার্থীই জানিয়েছেন, এরই মধ্যে মামলা সংক্রান্ত প্রাথমিক প্রস্তুতি শেষ হয়েছে।