তিন মামলায় ৪ জনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

ধর্ষণ ও অপহরণের পর হত্যার অভিযোগে করা পৃথক তিন মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় দেন। পাশাপাশি তাদেরকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী(পেশকার) মখলেচ উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, ‘কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শামসুল হক, মো. রাসেল, শহিদুল ও সুজন। তাদের মধ্যে শামসুল ও রাসেল পৃথক ধর্ষণ মামলার আসামি।’

অপহরণের পর হত্যা মামলা থেকে জানা যায়, মিরপুরে চতুর্থ শ্রেণির ছাত্র মাহিনকে অপহরণের পর হত্যার ঘটনায় ২০১৭ সালের ১৫ মার্চ মামলা করেন ভুক্তভোগীর বাবা মহিউদ্দিন। এরপর তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ এপ্রিল আসামি শহিদুল ও সুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২১ সালের ১২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর আজ মামলার রায় দেওয়া হলো।