তিন মিনিটের ব্যবধানে দুই বার টিকা পেলেন তিনি
কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাকেন্দ্রে বাসারুজ্জামান (৩৮) নামের এক ব্যক্তিকে তিন মিনিটের ব্যবধানে দুইবার টিকা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, আজ দুপুরের দিকে টিকা নিতে আসেন শোমসপুর ইউনিয়নের বুজরুখ মির্জাপুর গ্রামের বাসারুজ্জামান (৩৮)। তিনি টিকার কার্ড নিয়ে নির্ধারিত কক্ষে গেলে কর্তব্যরত সিনিয়র নার্স শামিমারা তাকে টিকা দেন। এরপর তাকে পাশের ওয়েটিং রুমে বসতে বলেন। এর তিন মিনিট পরেই তাকে ডেকে আবার টিকা দেওয়া হয়।
এ ব্যাপারে টিকা গ্রহণকারী বাসারুজ্জামান বলেন, ‘‘আমি টিকা কয়বার নিতে হয় জানি না। আমি একবার টিকা নিয়ে এখানেই দাঁড়িয়েছিলাম। তিন মিনিট পরে আবার আমাকে ডেকে নিয়ে টিকা দেওয়া হয়। তখন আমি নার্সকে প্রশ্ন করি, ‘আপা একবারেই কি দুই ডোজ টিকা নিতে হয়?’ নার্স তখন বলেন, ‘না একবার এক ডোজ।’ তখন আমি বললাম, ‘তাহলে আমাকে দুই বার দিলেন কেন?’ তখন নার্স বলেন, ‘আপনি টিকা নিয়েছেন বলেননি কেন?’
এ ব্যাপারে কর্তব্যরত নার্স বলেন, ‘এটা একটা ভুল হয়েছে। উনি একবার নিয়েছেন, কিন্ত সেটা আমাকে বলেননি।’
এ বিষয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল বলেন, ‘এর জন্য টিকা গ্রহণ করা ব্যক্তিই দায়ী। তিনি কেন বলেননি। তবে দুইবার টিকা দেওয়া হলেও কোনো সমস্যা হবে না। সারা দেশে এ রকম ঘটনা অহরহ ঘটছে বলেও দাবি করেন।
দুইবার টিকা নেওয়া বাসারুজ্জামান বর্তমানে গ্রামের বাড়ির ভোজরূপ মির্জাপুরে অবস্থান করছেন বলেও তিনি জানান এবং তিনি সুস্থ আছেন বলেও জানান।