তিন শতাধিক যাত্রী নিয়ে পাটুরিয়ায় ফেরত এলো ফেরি

Looks like you've blocked notifications!
পাটুরিয়া ফেরিঘাট থেকে ছাড়া ‘ঢাকা’ নামের একটি ফেরি তিন শতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া থেকে পুনরায় পাটুরিয়া ফেরিঘাটে ফেরত আনা হচ্ছে। ছবি : এনটিভি

পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিইটসি) ঘাট কর্তৃপক্ষ। ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। এরই মধ্যে সরকার করোনা সংক্রমণ এড়াতে সারা দেশে বন্ধ রেখেছে গণপরিবহন। কিন্তু ভিন্ন কৌশলের আশ্রয় নিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার যাত্রী ঈদ করতে বাড়ি যাচ্ছে।

রাজবাড়ী প্রশাসনের হস্তক্ষেপে যাত্রীবোঝাই একটি ফেরি দৌলতদিয়া ফেরিঘাটে নোঙর করতে দেয়নি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। অবশেষে পাটুরিয়া ফেরিঘাট থেকে ছাড়া ‘ঢাকা’ নামের একটি ফেরি বাধ্য হয়েই তিন শতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া থেকে পুনরায় পাটুরিয়া ফেরিঘাটে ফেরত এসেছে বলে জানা গেছে।

আজ বুধবার বিকেলের দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, ‘যাত্রী পারাপার বন্ধ রাখতে বেশিরভাগ ফেরিই মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে। জরুরি পরিসেবার পণ্যবাহী যানবাহন এবং লাশবাহী অ্যাম্বুলেন্স পারাপার করার জন্য দুটি ফেরি সচল রাখা রয়েছে। ফেরিগুলো ঘাট এলাকায় এলে সেখানে থাকা যাত্রীরা তাড়াহুড়ো করে ফেরিতে উঠে যায়।’ তবে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দিয়ে যাত্রী পারাপার সচল রাখার বিষয়ে জানতে চাইলে স্পষ্ট করে কোনো মন্তব্য করতেও পারেননি তিনি।

মানিকগঞ্জের শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, ‘রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় যাত্রী নিয়ে ফেরত আসা ফেরির যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এসব যাত্রীকে বাসে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘পাটুরিয়া -দৌলতদিয়া নৌরুট দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা চলাচল করছে। এতে করে দৌলতদিয়া ঘাট এলাকায় কর্তব্যরত ব্যক্তিরা করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া ফেরি চলাচল বন্ধের নির্দেশনাও রয়েছে। যে কারণে যাত্রীবোঝাই ওই ফেরিটি ফিরিয়ে দেওয়া হয়।’

এদিকে হেঁটে গিয়ে সাধারণ মানুষ পাটুরিয়া ঘাটে নদী পারের জন্য ভিড় করছে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে অনেকেই শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় পার হওয়ার চেষ্টা করছে।