তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন আলোর মুখ দেখছে : চীনের রাষ্ট্রদূত

Looks like you've blocked notifications!
তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। ছবি-এনটিভি

তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দ্রুত আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। আজ সকালে তিস্তা ব্যারেজ ও কমান্ড এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।

লি জিমিং বলেন,  ‘প্রকল্পটি বাস্তবায়ন হলে সবদিক দিয়ে পরিবর্তন ঘটবে এই এলাকার। জীবন মান, অর্থনীতি, প্রকৃতি ও পরিবেশ যোগাযোগ ব্যবস্থাসহ সর্বোপরি মানুষের জীবন ও জীবিকার প্রতিটি ক্ষেত্রে লাগবে উন্নয়নের ছোঁয়া।

চীনের রাষ্ট্রদূত বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে ব্যারেজ এলাকার সম্ভাব্যতা যাচাই চলছে এবং দুই দেশের সরকারের প্রচেষ্টায় দ্রুত কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।’

লি জিমিং বলেন, ‘এই এলাকার মানুষ কি ভাবছে সেটি সবার আগে খেয়াল করছি আমরা। মানুষের কতটা চাহিদা রয়েছে সেটিও দেখা হচ্ছে।’

রাষ্ট্রদূত বলেন, ‘যেহেতু তিস্তা আন্তর্জাতিক নদী সে কারণে লাভ ও ক্ষতি কি রকম হচ্ছে সেটিও বিবেচনায় নেয়া হচ্ছে কারণ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এগুলো মূল্যায়ন করা হবে।’

পরিদর্শনকালে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় আলোর মুখ দেখছে তা। বর্ষার সময় পানিতে এলাকা প্লাবিত হয়ে জায়গা-জমি, ঘর-বাড়ি যেমন তিস্তা গিলে খায় তেমনি খড়ার সময় পানি অভাবে চাষাবাদ ব্যাহত হয়।’

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আনোয়ারুল হক ভুইয়া, তত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন সরকার,  ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী আশফাউদৌলা প্রিন্স, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।