তুরাগে গোসল করতে নেমে ভেসে গেল দুই স্কুলছাত্র
গাজীপুরে গোসল করতে নেমে তুরাগ নদীতে ডুবে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ রোববার সন্ধ্যা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পরও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই দুজনকে উদ্ধার করতে পারেনি।
নিখোঁজ স্কুলছাত্ররা হলো গাজীপুর সিটি করপোরেশনের টানকড্ডা এলাকার রবীন্দ্রনাথ মোহন্তের ছেলে দুর্জয় নাথ মোহন্ত এবং নাওজোর এলাকার আবু সাইদের ছেলে শাকিব। তারা স্থানীয় নাওজোর প্রগতি কিন্ডার গার্টেন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
জিএমপি বাসন থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন ও স্থানীয়রা জানায়, আজ দুপুর ১২টার দিকে ছয় কিশোর শাকিব, দুর্জয়, মিজান, আসিফ, ইসমাইল ও ইয়াসিন গাজীপুর সিটি করপোরেশনের টানকড্ডা ব্রিজ এলাকায় তুরাগ নদীতে গোসল করতে নামে। তারা একটি রাবারের টিউবে ছয়জন নদীতে নেমে সাঁতরাতে থাকে। হঠাৎ নদীর তীব্র স্রোতে টিউবটি উল্টে যায়। এতে শাকিব ও দুর্জয় টিউব থেকে বিচ্ছিন্ন হয়ে স্রোতের টানে পানিতে ভেসে তলিয়ে যায়। এ সময় অন্য চারজন টিউব নিয়ে সাঁতরে তীরে উঠে আসে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। অনেক খুঁজেও ওই দুই কিশোরের কোনো সন্ধান তারা পায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিখোঁজদের সন্ধানে নদীতে নামে। প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়েও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ দুজনকে উদ্ধার করতে পারেননি।
সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল। এ সময় নদীর তীরে শতাধিক নারী ও পুরুষ ভিড় জমায় এবং নিখোঁজদের স্বজনরা আহাজারি করতে থাকে।