ত্রাণ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত
টিকা নেওয়ার ৪১ দিন পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল ২০ শনিবার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। আজ রোববার তাঁর ফলাফল পজিটিভ আসে ।
ডা. মো. এনামুর রহমান বর্তমানে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব ও সহকারী একান্ত সচিব কোয়ারেন্টিনে রয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সেলিম হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে সেদিন এ তথ্য জানানো হয়েছিল।
গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় দেশব্যাপী টিকাদান কর্মসূচি।