‘থানায় অভিযোগ করায়’ কিশোরকে গুলি করে হত্যার অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মো. রাশেদ (১৭) নামের এক কিশোরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে বাড়ির অদূরে হরিবল্লবপুর এলাকায় আজ রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে থানায় অভিযোগ করায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করছেন নিহত কিশোরের বাবা।
এরই মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, জমিজমা নিয়ে আলাইয়ারপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে রাশেদের সঙ্গে একই এলাকার রুবেলসহ কয়েকজনের বিরোধ চলছিল। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেন তাজুল ইসলাম। এরপর পুলিশ এলাকায় গিয়ে তদন্ত করে। এ অভিযোগের পর প্রতিপক্ষেরা ক্ষুব্ধ হয়ে গতকাল রাতে রাশেদকে ধরে নিয়ে যায় বলে দাবি করেন তার বাবা তাজুল ইসলাম। পরে আজ সকালে বাড়ির অদূরে হরিবল্লবপুর এলাকায় রাশেদের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ছাড়া প্রকৃত হত্যাকারীদের ধরতে বর্তমানে ঘটনাস্থলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।