দক্ষিণ সিটিতে সাড়ে ৯ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ-স্থানান্তর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/11/11-07-22-cleanning_dolaikhal-29_0.jpg)
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ড থেকে সাড়ে নয় হাজার মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও স্থানান্তর সম্পন্ন হয়েছে।
আজ সোমবার দুপুরে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান। তিনি বলেন, ৯ জুলাই রাত ১১টা থেকে ১১ জুলাই দুপুর ১টা পর্যন্ত ৩৮ ঘণ্টায় প্রায় সাড়ে হাজার টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ এবং মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করেছে ডিএসসিসি। মোট দুই হাজার ৩৭০টি ট্রিপে এ বর্জ্য স্থানান্তর করা হয়েছে।
এ ছাড়া দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড থেকে গত রাত সোয়া ১টার মধ্যে প্রথম দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি।
দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে ডিএসসিসি।