দলছুট হনুমান দেখতে মানুষের ভিড়
নওগাঁর বদলগাছী উপজেলায় একটি হনুমান দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছে। এ হনুমানটিকে দেখতে শিশু-কিশোর, নারী-পুরুষসহ শত শত উৎসুক জনতার ভিড় করছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ের হলুদ বিহার গ্রামে হনুমানটি দলছুট হয়ে লোকালয়ে চলে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে প্রথমে স্থানীয় লোকজন হনুমানটিকে উপজেলার দ্বীপগঞ্জ বাজারের ঐতিহাসিক হলুদবিহারের উত্তর পাশে গাছের মগডালে দেখতে পায়। পরে হনুমানটি বিহার দ্বীপের দক্ষিণ দিকে আশ্রাব আলীর বাড়ির পাশে একটি গাছের ডালে অবস্থান নেয়। হনুমানটি কখনো মাটিতে নেমে আসে, আবার কখনও লাফিয়ে লাফিয়ে চলতে থাকে বিভিন্ন গাছের ডালে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায়।
উপজেলার বিহার গ্রামের চায়ের দোকানদার ফিরোজ হোসেন বলেন, ‘দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানটি হঠাৎ আমরা বাজারের পাশে দেখতে পাই। হনুমানটি এক গাছ থেকে অন্য গাছে ছোটাছুটি করছিল। আমরা তাকে বিরক্ত না করে খাবার দিচ্ছি।’
হলুদবিহার গ্রামের শাহিনুর ইসলাম জানান, হনুমানটি বন থেকে লোকালয়ে এসেছে তাকে ঘিরে উৎসুক জনতা ভিড় করছে। বর্তমান হলুদবিহার দিঘিরপাড় এলাকায় হনুমানটি অবস্থান করছে।
হনুমানটিকে যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোড় দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন বলেন, ‘সংবাদটি এই প্রথম আমি শুনলাম। হনুমানটি কোথা থেকে এসেছে এর গতিবিধি পর্যবেক্ষণ করে তাকে যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।’