দাখিল পরীক্ষায় প্রক্সি, মাদ্রাসার দুই শিক্ষকের কারাদণ্ড

Looks like you've blocked notifications!
দাখিল পরীক্ষায় প্রক্সিতে সহায়তা করায় কিশোরগঞ্জের কটিয়াদীতে দাখিল মাদ্রাসার দুই শিক্ষককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের কটিয়াদীতে দাখিল পরীক্ষায় অবৈধভাবে বহিরাগত ছাত্রীদের দিয়ে পরীক্ষায় প্রক্সি দেওয়ানোর অপরাধে দুই শিক্ষককে ছয়মাস ও তিনমাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার বনগ্রাম ইউনিয়নের গাউছিয়া রহমানিয়া হোসাইনিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান অনিয়ম দেখতে পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেন।

এ ঘটনায় উপজেলার হাকিমিয়া হাবিবিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মো. সোলাইমানকে (৪৫) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. সাদিকুর রহমানকে (৪২) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, ‘এই দুই শিক্ষক গাউছিয়া রহমানিয়া হোসাইনিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ছিলেন। কেন্দ্রে ওই দুই শিক্ষকের অনৈতিক সহায়তায় হাকিমিয়া হাবিবিয়া মহিলা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী ছয়জন ছাত্রীর পরিবর্তে বহিরাগত ছয়জন ছাত্রী দাখিল বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। একই সঙ্গে ছয় পরীক্ষার্থীকেও বহিষ্কার করা হয়।’