দাফন সম্পন্ন, অশ্রুজলে বিদায় মাহফুজুর রহমানকে
কিংবদন্তি চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের দাফন সম্পন্ন হয়েছে। দুই দফা জানাজা শেষে তাঁকে আজ শুক্রবার বাদ আসর রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
খ্যাতিমান এই চিত্রগ্রাহকের মরদেহ এফডিসিতে এসে পৌঁছায় দুপুর নাগাদ। তবে এর আগেই লোকে লোকারণ্য হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। উপস্থিত সবার চোখ ছিল অশ্রুসজল। পৌনে ৩টায় এখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, অভিনেতা নাইম, ওমর সানী, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ, এফ আই মানিক, দেলোয়ার জাহান ঝন্টু, প্রযোজক খোরশেদ আলম খসরু, চিত্রনায়ক বাপ্পারাজ, সম্রাট, সাইমন, বাপ্পী প্রমুখ। অভিনেত্রীদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন কবরী, ববিতা, সুচন্দা, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।
মাহফুজুর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় চকবাজার জামে মসজিদে। দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।