দামুড়হুদার ১৭ গ্রামে চলছে লকডাউন

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গার দামুড়হুদায় লকডাউন ঘোষিত গ্রামগুলোর প্রবেশ পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রশাসনের পক্ষ থেকে লোক চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার তিনটি ইউনিয়নের ১৭টি গ্রামে চলছে লকডাউন। লকডাউন বাস্তবায়নে দামুড়হুদা উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি যৌথভাবে কাজ করছেন।

করোনায় মৃত্যু ও শনাক্তের হার বেড়ে যাওয়ায় দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সাতটি গ্রামে গত ২ জুন প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়। এরপর গতকাল শনিবার উপজেলা করোনা কমিটির সভায় কুড়লগাছি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের আরও ১০টি গ্রাম লকডাউনের আওতায় আনা হয়।

এসব গ্রামের প্রবেশ পথগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি ও চেকপোস্ট বসিয়ে প্রশাসনের পক্ষ থেকে লোক চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এসব কাজে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১১ জনের নমুনা পরীক্ষা করে চারজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।