দায়িত্ব অর্থের হিসাব রাখার, তিনি করলেন ‘আত্মসাৎ’
দিনাজপুরে দুই কোটি ১৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম মণ্ডলকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর শহর থেকে তাঁকে আটক করা হয়।
আটকের পর সাইফুলকে দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়। তবে আজ শুনানি না হওয়ায় আটক সাইফুল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে।
দিনাজপুরের আদালত পরিদর্শক ইসরাইল হোসেন বলেন, সাইফুল ইসলাম দুদকের দায়ের করা অর্থ আত্মসাৎ মামলার আসামি। এই মামলায় হিসাবরক্ষণ কার্যালয়ের অফিস সহকারী আহসানুল আলম পলাশ ও দিনাজপুর মেডিকেল কলেজের অফিস সহকারী আমিনুল ইসলাম বর্তমানে জেলহাজতে রয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, এই মামলার তিন আসামি ভুয়া বিল প্রস্তুত করে ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মোট দুই কোটি ১৯ লাখ টাকা আত্মসাৎ করেছে। দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান মামলাটি করেন।