দিনাজপুরের খামারে অগ্নিকাণ্ডে পুড়ে মরল অর্ধশত ছাগল

Looks like you've blocked notifications!
দিনাজপুরের বিরল উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছাগলের খামার। ছবি : ইউএনবি

দিনাজপুরের বিরল উপজেলার একটি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৫টি ছাগল মারা গেছে। আজ রোববার ভোরে উপজেলার রবিপুর গ্রামে আদনান ও মুন্নার যৌথ ছাগলের খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

খবর পেয়ে বিরল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খামারের স্বত্বাধিকারী আদনান বলেন, ‘আমাদের খামারে থাকা দেশি-বিদেশি উন্নত হরিয়ানা জাতের পাঁঠা ও টিয়ামুখী জাতের প্রায় ৪৫টি ছাগল অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে।’ তবে কীভাবে আগুন লেগেছে, তা সঠিকভাবে জানাতে পারেননি তিনি।

আজ সকালে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনাত আরা ঘটনাস্থল পরিদর্শক করেছেন।