দিনাজপুরে অটোচালককে কুপিয়ে হত্যা
দিনাজপুর সদর উপজেলার শসরা ইউনিয়নের বনতাড়া জপেয়া আদিবাসীপাড়ার অটোচালক মো. শহিদুল ইসলামকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, আজ রোববার সকালে জপেয়া গ্রামের ধানক্ষেতে শহিদুলের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
দুর্বৃত্তরা শহিদুলের পেটে উপর্যপুরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে বলে জানান ওসি।
পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটতে পারে।
নিহত শহিদুল দিনাজপুর শহরের মেডিকেল মোড়ে পরিবার নিয়ে বসবাস করতেন। গতকাল রাতে অটোরিকশা চালানোর পর তিনি আর বাড়ি ফিরেনি। আজ সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।