দিনাজপুরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার উপজেলার বড়দল গ্রামের নীদিপুকুর ডাংগা হিন্দুপাড়া থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার রাত ৯টায় ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরীফউল্লাহ আবেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার নায়েক সুবেদার মো. হায়দারুল ইসলামের নেতৃত্বে একটি দল টহলে ছিল। এ সময় ব্যাটালিয়নের অধীনস্থ জলপাইতলী বিওপি থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার দূরে উত্তর দিক থেকে মালিকবিহীন অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।
মূর্তিটির দৈর্ঘ্য ১৫ ইঞ্চি এবং প্রস্থ ৮ ইঞ্চি, ওজন আনুমানিক ৬ দশমিক ৪ কেজি। যার আনুমানিক মূল্য ছয় লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত মূর্তিটি কষ্টিপাথরের কিনা তা পরীক্ষার কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রচলিত নিয়মানুযায়ী বর্তমানে মূর্তিটি ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করা হয়েছে। পরবর্তী সময় এটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর অথবা বিজিবির জাদুঘরে সংরক্ষণের জন্য পাঠানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।