দিনাজপুরে গরু চুরির অভিযোগে গ্রেপ্তার ৩

Looks like you've blocked notifications!
দিনাজপুরের নবাবগঞ্জে এই দুটি চোরাই গরুসহ চুরির অভিযোগে এই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি

দিনাজপুরের নবাবগঞ্জে চোরাই গরুসহ চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি গরু ও চোরাই গরু বিক্রির নগদ ৬২ হাজার টাকা জব্দ করা হয়।

রোববার দিনগত ভোররাতে উপজেলার পুটিমারা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার নয়াপাড়ার মো. আবুল কালাম (৪৫), আহম্মদনগরের মো. বিদ্যুৎ (২৮) এবং আন্দলগ্রাম সারাইপাড়ার মো. ইমরান সরদার (২৯)।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চোরাই গরু কেনাবেচা চলছে। এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে চোরাই দুটি গরু ও গরু বিক্রির ৬২ হাজার টাকা জব্দসহ গরু চুরির অভিযোগে তিনজনকে আটক করা হয়।

ওসি জানান, জব্দ করা চোরাই গরু দুটির একটি ফ্রিজিয়ান ক্রস জাতের বকনা গরু, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। অপরটি একটি দেশি জাতের গাভী, যার আনুমানিক মূল্য ৪৬ হাজার টাকা। পরে একটি চুরির মামলা রুজু করে আজ সোমবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।