দিনাজপুরে জঙ্গি সন্দেহে আটকরা তাবলিগের নামে নাশকতার পরিকল্পনা করছিল

Looks like you've blocked notifications!
ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক ইসলামী দাওয়াহ ইনস্টিটিউটের পরিচালক মুফতি যুবায়ের আহম্মদ। ছবি : সংগৃহীত

দিনাজপুর সদর, বিরল ও বোচাগজ্ঞ উপজেলা থেকে আটককৃতরা তাবলিগ জামায়াতের নামে নাশকতার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন দিনাজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত ৪৩ জনের মধ্যে সাতজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ১১ জনকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লেমন রায়ের আদালতে নিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আগামীকাল রোববার রিমান্ডের ওপর শুনানি হবে। বাকি ২৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

দিনাজপুর কোট পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান রিমান্ড ও আদালতে হাজির হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বাকি ২৫ জনকে ছেড়ে দেওয়ার ব্যাপারে দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ওই ২৫ জনকে দাওয়াত দিয়ে তাবলিগে আসতে উদ্বুদ্ধ করেছিল অভিযুক্ত ‘ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট’ এর পরিচালক ও সদস্যরা। এজন্য তাদের   জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

এদিকে, সৈয়দপুর বিমানবন্দর থেকে উড়োজাহাজে পালিয়ে যাওয়ার সময় ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামী দাওয়াহ ইনস্টিটিউটের পরিচালক মুফতি যুবায়ের আহম্মদকে আটক করা হয়েছে বলে দিনাজপুর পুলিশ সুপারের একজন কর্মকর্তা জানান।